Logo

সারাদেশ

ইসলামপন্থীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা চলছে : রফিকুল ইসলাম

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৫৪

ইসলামপন্থীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা চলছে : রফিকুল ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

দেশের সব ইসলামপন্থী রাজনৈতিক দল ও পীর-মাশায়েখদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেছেন, জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জামায়াত। বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত প্রয়োজনে পূর্বঘোষিত আসন থেকেও প্রার্থী সরিয়ে নেবে।

শনিবার (৫ জুলাই) বগুড়া শহরের ঐতিহাসিক টিটু মিলনায়তনে উলামা-মাশায়েখ পরিষদ বগুড়া জেলা ও মহানগর শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর একটি দল নিজেদের দেশের অঘোষিত মালিক মনে করছে। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা অপরাধীদের ছাড়িয়ে নিচ্ছে, চাঁদাবাজির উৎসব চলছে। অনেক কর্মকর্তার আচরণ পক্ষপাতদুষ্ট। প্রশাসনে নিরপেক্ষতা আনতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং নির্বাচনপূর্ব মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন মানেই হবে 'গণহত্যা'। আলেম সমাজ তা মেনে নেবে না।

আলেম সমাজের ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও আলেমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে জুলাই বিপ্লবের পর সেই সুযোগ এসেছে। দেশের সব ইসলামপন্থী দল, পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ভবিষ্যতের জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বাক্সেই যাবে।

জামায়াত নেতার অভিযোগ, আওয়ামী সরকার আলেম-উলামাদের জেলে দিয়েছে, নেতাদের ‘বিচারের নামে হত্যা’ করেছে। এসব ঘটনার বিচার দাবি করেন তিনি।

তিনি বলেন, মসজিদকে ঐক্যের কেন্দ্রবিন্দু করতে হবে এবং জুমার খুতবায় ঐক্যের বার্তা দিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন উলামা মাশায়েখ পরিষদ মহানগর সভাপতি মাওলানা আলমগীর হুসাইন। বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মাওলানা যাইনুল আবেদীন, অধ্যাপক ড. আব্দুস সামাদ, ড. খলিলুর রহমান মাদানী, অধ্যাপক নজরুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

শেষে ১০ দফা ঘোষণা পাঠ করা হয় এবং দোয়া-মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর