Logo

সারাদেশ

শতশত ভক্তের অংশগ্রহণে বান্দরবানে উল্টো রথযাত্রা পালিত

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৫৯

শতশত ভক্তের অংশগ্রহণে বান্দরবানে উল্টো রথযাত্রা পালিত

ছবি : বাংলাদেশের খবর

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা নানা আয়োজনে পালন করেছেন বান্দরবানের ভক্তরা। শনিবার (৫ জুলাই) সকালে বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এই উৎসব উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিনভর চলে হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ। দুপুর ২টায় মন্দির চত্বরে ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক নিখিল দাশ, সদস্য সচিব আনন্দ দাশ ও রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু আইচ।

বিকেল ৩টায় রথ টেনে বালাঘাটা মন্দির থেকে বান্দরবান সদরস্থ কেন্দ্রীয় দুর্গা মন্দিরে নিয়ে যান ভক্তরা। এ সময় শত শত ভক্ত “জয় জগন্নাথ” ধ্বনিতে অংশ নেন রথ টানায়।

প্রসঙ্গত, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। সপ্তাহব্যাপী আচার-অনুষ্ঠান শেষে উল্টো রথযাত্রার মাধ্যমে এ উৎসব শেষ হয়।

সোহেল কান্তি নাথ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর