Logo

সারাদেশ

‘মোদিকে বলব, অন্যদের পুশইন না করে হাসিনাকে ফেরত পাঠান’

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:০৪

‘মোদিকে বলব, অন্যদের পুশইন না করে হাসিনাকে ফেরত পাঠান’

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মাঝে মাঝে খুনি শেখ হাসিনা সীমান্তের ওপার থেকে টুক করে ঢুকে পড়ার চেষ্টা করে। আরেক মশাই মোদি মুসলমান ভাইদের বাংলাদেশে পুশইন করে। আমরা মোদিকে বলব—অন্যদের বাংলাদেশে পুশইন না করে, জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল জুলাইয়ের অভ্যুত্থানকে আবেগের আন্দোলন বলে উল্লেখ করছেন। তারা বলছেন, এই আন্দোলনকে সংবিধানে স্থান দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তারা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ‘জুলাই পথযাত্রা’ শেষে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের ব্যবসা কারা চালায় আমরা কি জানি না? এলাকায় কারা চাঁদাবাজি করে আমরা কি জানি না? এসব আর চলতে দেওয়া যাবে না। এলাকায় চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। সন্ত্রাসবাদ হতে দেওয়া যাবে না। কোনো আলেম-ওলামাকে নির্যাতন করতে দেওয়া যাবে না। কোনো মন্দির ভাঙা যাবে না। মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের যেভাবে পাখির মতো রাস্তায় হত্যা করা হয়েছে—সেই বাংলাদেশ আর ফিরতে দেওয়া যাবে না।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা শুধু হাসিনার পরিবর্তন চাইনি, পরিবর্তন চেয়েছি দুর্নীতিবাজ ও মাফিয়াদেরও। আমরা চাই সংস্কারের মাধ্যমে নির্বাচন।

নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। তখন জয়পুরহাটের নানা সমস্যা নিয়ে কথা বলা হবে বলেও জানান তিনি।

এ সময় জেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু প্রমুখ।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর