বোরকার নিচে পুলিশের পোশাক, থানায় ছদ্মবেশে ঢুকে ধরা ‘ভুয়া এসআই’

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:৫৫
-68694af68f970.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের জয়দেবপুর থানায় ছদ্মবেশে প্রবেশ করে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তানিয়া (২৭) নামের ওই নারী পাওনা টাকা আদায়ের অভিযোগ করতে থানায় আসেন। এ সময় তিনি বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছিলেন এবং একজন কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করেন। এতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে দেখা যায়, তানিয়া আসলে পুলিশের কেউ নন। তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের পোশাক ও কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। তাঁর একটি সংসার রয়েছে এবং তিনি এক সন্তানের মা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। তাঁর উদ্দেশ্য কী ছিল, কীভাবে পুলিশের পোশাক পেলেন বা কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’
কাজী মো. আব্দুল মান্নান/এআরএস