Logo

সারাদেশ

আলফাডাঙ্গা বাজার নির্বাচনে প্রচারণায় ব্যস্ত আবুল বাশার শেখ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৩:১২

আলফাডাঙ্গা বাজার নির্বাচনে প্রচারণায় ব্যস্ত আবুল বাশার শেখ

আসন্ন ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন।

আসন্ন ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা।

সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল বাশার শেখ। বর্তমানে তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

শনিবার (৫ জুলাই) বিকালে বিপুলসংখ্যক কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাজারজুড়ে ব্যাপক প্রচারণা চালান তিনি। প্রতীকসম্বলিত হ্যান্ডবিল বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থনা করেন এ প্রার্থী।

জানা গেছে, আবুল বাশার শেখ আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি প্রয়াত নজির শেখের ছেলে। তিনি বাজারের মেসার্স বাশার সু স্টোরের স্বত্বাধিকারী। এছাড়া তিনি আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি একজন গণমাধ্যমকর্মী হিসেবেও পরিচিত।

চেয়ার প্রতীকের সভাপতি পদপ্রার্থী আবুল বাশার শেখ বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের অধিকার ছিনিয়ে নেব না। ভোটারদের ভালোবাসাকে সঙ্গে রেখে ভোটের মাঠে থাকব। আমি নির্বাচিত হলে বাজারের সকল ব্যবসায়ীর সুখে-দুঃখে পাশে থাকব। শুধু তাই নয়, ক্রেতাসাধারণের সুযোগ-সুবিধা অনুযায়ী সকল ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করব।

এইচকে/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর