টেকনাফে বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৪:৫৭

ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফে ডাকাত দলের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার জাদিমুড়া পাহাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গোলাগুলির একপর্যায়ে ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে কোস্টগার্ড এক বন্দিকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত ব্যক্তি টেকনাফ পৌরসভার পুরান পাল্লানপাড়া এলাকার মোহাম্মদ রাসেল।
অভিযানে একটি বিদেশি টি জি-থ্রি রাইফেল, একটি ৯ এমএম পিস্তল, ৩১টি ৭.৬৫ মিমি পিস্তল, তিনটি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় আনুমানিক ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের এক কেজি আইস এবং চার লিটার দেশীয় মদ।
রোববার সকালে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর জানান, ডাকাতদের অবস্থানের খবর পেয়ে যৌথবাহিনী অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। আত্মরক্ষায় যৌথবাহিনীও পাল্টা গুলি চালায়।
এসময় ডাকাতরা পাহাড়ের গভীরে পালিয়ে যায়। অভিযান শেষে একজন ভুক্তভোগীকে উদ্ধার ও বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইব্রাহীম মাহমুদ/এআরএস