Logo

সারাদেশ

ভাঙনের হুমকিতে প্রজাপতিরচর-আকন্দপাড়া, শঙ্কায় শত পরিবার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:১২

ভাঙনের হুমকিতে প্রজাপতিরচর-আকন্দপাড়া, শঙ্কায় শত পরিবার

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতিরচর, চর শিশুয়া ও আকন্দপাড়া এলাকায় যমুনা নদীর বাঁ তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

গত কয়েক দিনের ভাঙনে এসব এলাকার শতাধিক বসতভিটা, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও বহু ঘরবাড়ি ও কৃষিজমি।

ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার (৬ জুলাই) দুপুরে প্রজাপতিরচর ও আকন্দপাড়া এলাকাবাসী মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা আকরাম হোসেন, ফরহাদুজ্জামান রনজু, রমিজ উদ্দিন ও ইউপি সদস্য লাল মিয়া। তারা বলেন, প্রতি বছর নদীর ভাঙনে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পুরো জনপদ হুমকির মুখে পড়বে।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নদী ভাঙন মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর