Logo

সারাদেশ

উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, সমুদ্রবন্দর ৩ নম্বর সতর্ক সংকেত

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:৩৩

উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, সমুদ্রবন্দর ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি : বাংলাদেশের খবর

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) কলাপাড়ায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। কুয়াকাটা উপকূলে আছড়ে পড়ছে ছোট-বড় ঢেউ। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এই পরিস্থিতিতে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জাকারিয়া জাহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর