Logo

সারাদেশ

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পক্ষে পটিয়ায় মানববন্ধন

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:৪০

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পক্ষে পটিয়ায় মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়ায় একাধিক ব্যাংক কর্মকর্তাকে ‘বিনা কারণে’ চাকরিচ্যুত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন নাগরিকরা।

শনিবার (৫ জুলাই) দুপুরে পটিয়া প্রেস ক্লাবের সামনে ‘আর নয় চুপচাপ, এবার হবে প্রতিবাদ’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আহ্বান জানান কানাডা প্রবাসী সাংবাদিক ও পটিয়া সচেতন নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার মুহাম্মদ পেয়ারু, আখতার হোসাইন, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, ইফতেখার উদ্দিন চৌধুরী মুনির, আইনজীবী সউম ইউনুস, রফিকুল আলম উসমানীসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কয়েকজন ব্যাংক কর্মকর্তাকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের নীরবতা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

তারা চাকরিচ্যুতদের পুনর্বহাল, ঘটনার তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার দাবি জানান। বক্তারা বলেন, দাবি মানা না হলে সামনে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

ইমরান হোসেন মুন্না/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর