Logo

সারাদেশ

সরাইলে মসজিদের দোতলায় মিলল নিখোঁজ শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:৪৯

সরাইলে মসজিদের দোতলায় মিলল নিখোঁজ শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) সকালে শাহবাজপুর হাভলী পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মেয়েটির লাশ পাওয়া যায়।

নিহত শিশুর নাম ময়না। সে গতকাল শনিবার (৫ জুলাই) বিকেল থেকে নিখোঁজ ছিল। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে এবং এলাকাজুড়ে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের পোস্ট দেয়।

রবিবার সকালে স্থানীয় এক শিশু মসজিদে গিয়ে কক্ষে মেয়েটির নিথর দেহ দেখতে পায়। খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গুরুত্বসহকারে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লিটন হোসাইন জিহাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন শিশু মৃত্যু ধর্ষণ মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর