পলাশে হামলা-লুটপাট মামলায় যুবদল নেতা মনির গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:৫৮
-686a48db8d234.jpg)
মনির উজ্জামান। ছবি : সংগৃহীত
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে চাঁদাবাজি, হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন যুবদল সভাপতি মনির উজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে তাকে নরসিংদী সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
এর আগে, বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ডাঙ্গার চরডাঙ্গা এলাকায় নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় ট্রলারযোগে এসে ২৫-৩০ জনের একটি দল হামলা চালায়। শ্রমিকদের কক্ষে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি মোবাইল, ল্যাপটপসহ মালামাল নিয়ে যায় তারা। এতে সাতজন শ্রমিক আহত হন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, ড্রেজার প্রকল্পে কাজ পেতে স্থানীয় কয়েকজন যুবদল নেতা মালিকপক্ষকে চাপ দেন। দাবি পূরণ না হওয়ায় পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটে।
হামলার দিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানায় ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
ওসি জানান, মামলার প্রধান আসামি মনির উজ্জামানকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনির উজ্জামান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
মো. বেলায়েত হোসেন/এআরএস