আশুরা উপলক্ষে গড়পাড়া ইমাম বাড়িতে ভক্তদের ঢল

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৬:০৪
-686a4a10cd3a5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমাম বাড়িতে অনুষ্ঠিত হয়েছে নানা ধর্মীয় আয়োজন। রোববার (৬ জুলাই) সকাল থেকেই আশুরার শোকাবহ আবহে ইমাম বাড়ি প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে।
জেলার বিভিন্ন এলাকা ও দূর-দূরান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষজন আসতে শুরু করেন সকালেই। ‘হায় হোসেন, হায় হোসেন’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এর আগে রাতে জারি, সারি ও মার্সিয়া মাতমে কারবালার স্মৃতি স্মরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিকেলে প্রায় ৩০ হাজার ভক্তের অংশগ্রহণে তাজিয়া মিছিল বের হবে। এতে থাকবে ইমাম হোসেন (রা.)-এর স্মৃতিবিজড়িত প্রতীক ও দুলদুলের প্রতিকৃতি। মিছিলটি গড়পাড়া ইমাম বাড়ি থেকে শুরু হয়ে শেষ হবে দেবেন্দ্র কলেজ মাঠে। সেখানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
গড়পাড়া ইমাম বাড়ির পীর শাহ আশিকুর রহমান বাবু জানান, শতবর্ষ ধরে এখানে আশুরা পালিত হয়ে আসছে। প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে অংশ নিতে আসেন।
নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সদস্য ও ট্রাফিক নিয়ন্ত্রণ বাহিনী।
১০ মহরম, পবিত্র আশুরা, মুসলিম উম্মাহর জন্য শোক ও আত্মত্যাগের স্মরণীয় দিন। হিজরি ৬১ সনের এই দিনে কারবালায় শহীদ হন মহানবী (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস