-686a4b68c8a71.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করি। আমাদের প্রতিযোগিতা যেন ফ্যাসিবাদকে শক্তি না জোগায়। শেরপুরে আর কোনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করা যাবে না।’
শনিবার (৫ জুলাই) রাত ১০টায় শহরের মাধবপুরে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দলের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা থাকতে পারে, তবে গ্রুপিংয়ের মাধ্যমে প্রতীককে অসম্মান করা যাবে না। ২০১৮ সালে আমি এই আসনে ধানের শীষ প্রতীকে সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলাম। সেই ধারা বজায় রেখে সিনিয়র-জুনিয়র নির্বিশেষে সবার সঙ্গে কাজ করতে চাই।’
সাংবাদিকদের উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমাকে পরাজিত করা হয়েছিল। এবার জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়ে লড়তে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই শেরপুরের তিনটি আসন থেকেই ধানের শীষ প্রতীক জয়ী হোক, যেন আমরা সংসদে গিয়ে পিছিয়ে পড়া শেরপুরের উন্নয়নের কথা বলতে পারি।’
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী বলেন, ‘বিগত সময়ে শেরপুরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে শেরপুরে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষি শিল্প ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করা হবে। এ বিষয়ে তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন।’
শাহরিয়ার শাকির/এআরএস