Logo

সারাদেশ

হাবিবুল্লাহ মিয়াজী

জনগণ এবার ইসলামী দলের বিজয় দেখতে চায়

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৬:১৪

জনগণ এবার ইসলামী দলের বিজয় দেখতে চায়

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির শায়খুল হাদীস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ‘দেশের ১৮ কোটি মানুষ নির্বাচন চায়। তবে বিগত নির্বাচনের অভিজ্ঞতা মানুষকে হতাশ করেছে। আগামীতেও যারা ক্ষমতায় আসতে চায়, তাদের আচরণ আরও ভয়ংকর হতে পারে বলে মানুষ আশঙ্কা করছে। তাই জনগণ এবার ইসলামী দলগুলোর বিজয় দেখতে চায়।’

রোববার (৬ জুলাই) সকালে চাঁদপুর সদরের বাগাদী নানুপুর চৌরাস্তা এলাকায় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা ও চক্ষু চিকিৎসা শিবির শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নারী অধিকারসহ যেসব সংস্কার কমিশনের প্রস্তাব এসেছে, তা নিয়ে জাতির উদ্বেগ রয়েছে। সংস্কারের আগে সংস্কার প্রয়োজন—কারা সংস্কার করবে, সেটিই এখন প্রশ্ন। ভুলভাবে ধাপে ধাপে সংস্কার করতে গেলে দেশের অবস্থা আরও খারাপ হবে।’

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি এমন একটি পদ্ধতি যেখানে সব ভোটারের ভোট কাজে লাগে। যেহেতু আমাদের দলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো নেতৃবৃন্দ রয়েছেন, তাই মতবিনিময়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ব্যক্তিগতভাবে আমি পদ্ধতিটির পক্ষে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সফিকুল ইসলামসহ অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর