Logo

সারাদেশ

খুলনায় ‘স্বপ্ন’ কর্মীদের সহযোগিতায় চিকিৎসা পাচ্ছেন তাসলিমা খাতুন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৯:০৫

খুলনায় ‘স্বপ্ন’ কর্মীদের সহযোগিতায় চিকিৎসা পাচ্ছেন তাসলিমা খাতুন

ছবি : সংগৃহীত

খুলনার সোনাডাঙ্গা এলাকায় ‘স্বপ্ন’ আউটলেটের সামনে ২ জুলাই এক মহিলা শুয়ে থাকতে দেখা যায়, যার নাম তাসলিমা খাতুন। প্রায় ৫০ বছর বয়সী তাসলিমার মাথায় আঘাতের চিহ্ন ছিলো এবং শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। স্বপ্নের দায়িত্বশীল কর্মীরা তাকে দ্রুত খাদ্য ও জুস দেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

‘স্বপ্ন’ সংস্থার ক্রাইসিস ম্যানেজমেন্ট, রিকোভারি ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, বিষয়টি জানতে পারার পর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসিরের সঙ্গে আলোচনা করে তাসলিমার জন্য দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়। কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান ড. সোহেল মঈনউদ্দিন শৈবালও সেখানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চিকিৎসায় সহায়তা করায় ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।

ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান বলেন, ‘স্বপ্নযোদ্ধারা যেকোনো দুঃস্বপ্নের বিরুদ্ধে লড়াই করে। একজন মা পরিবারের প্রাণকেন্দ্র। আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ, যারা এই দুস্থ মায়ের পাশে দাঁড়িয়েছে। এখন তদন্ত করে বের করতে হবে, কে তাঁর মাথায় আঘাত করেছে।’

উল্লেখ্য, ৪ জুলাই থেকে তাসলিমা খুলনার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার সুস্থতার জন্য সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ নিচ্ছেন।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর