Logo

সারাদেশ

গাজীপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৯:০৬

গাজীপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরে চাঁদাবাজির মামলায় অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রোববার (৬ জুলাই) দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত স্বপন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সদস্য। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন একসময় টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। বর্তমানে কোনো সাংগঠনিক পদে না থাকলেও ‘সাবেক বিএনপি নেতা’ পরিচয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সাধারণ মানুষকে মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলাতেও তার নাম রয়েছে। অভিযোগে আরও বলা হয়, তিনি শিক্ষক, বাড়িওয়ালা ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করতেন এবং না দিলে মামলা দিয়ে হয়রানির হুমকি দিতেন। এমনকি এ-সংক্রান্ত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা রয়েছে। সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।’

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, স্বপনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি দলীয় কোনো পদে না থাকলেও নিজেকে ‘বিএনপি নেতা’ পরিচয় দিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।

কাজী মো. আব্দুল মান্নান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি বিএনপি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর