Logo

সারাদেশ

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৯:২৪

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে পুকুরে ডুবে আবির হোসেন (৬) ও হুমাইরা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবির ওই গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে এবং হুমাইরা একই গ্রামের হাবিবের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলতে বের হয় দুই শিশু। একপর্যায়ে গ্রামের একটি পুকুরপাড়ে খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারের সদস্যরাও কান্নায় ভেঙে পড়েছেন।

জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর