Logo

সারাদেশ

রাজাপুরে অনুমতি ছাড়াই লটারির টিকিট বিক্রি, জুয়ার ফাঁদে শিক্ষার্থীরা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২০:২৫

রাজাপুরে অনুমতি ছাড়াই লটারির টিকিট বিক্রি, জুয়ার ফাঁদে শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির রাজাপুরে অনুমতি ছাড়া পিরোজপুরের ‘শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫’-এর লটারির টিকিট বিক্রি চলছে। বাজার, হাট, হাসপাতাল চত্বর ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মাইকিং করে ‘প্রবেশ টিকিট কিনুন, পুরস্কার জিতুন’ স্লোগানে এসব টিকিট বিক্রি করছে একদল ভ্রাম্যমাণ বিক্রয়কারী।

স্থানীয়দের অভিযোগ, এসব ‘প্রবেশ টিকিট’-এর আড়ালে চলছে পুরস্কারের লোভ দেখিয়ে জুয়া। এতে শিক্ষার্থী, কিশোর-কিশোরী, নারীসহ সর্বসাধারণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তরুণ সমাজ জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা একটি ভয়াবহ সামাজিক অবক্ষয়ের ইঙ্গিত।

সচেতন মহলের দাবি, এই লটারি বিক্রয়কারীরা রাজাপুরের অন্তত ৫০টি স্পটে শতাধিক গাড়ি দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অবাধে টিকিট বিক্রি করছে। অথচ এ কার্যক্রমে প্রশাসনের কোনো অনুমতি নেই।

আইনজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন, অন্য জেলার মেলার লটারির টিকিট অন্য জেলায় বিক্রি করা স্পষ্টতই অবৈধ এবং জুয়াবিরোধী আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। স্থানীয়রা অবিলম্বে এ কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘লটারি বিক্রির কয়েকটি গাড়ি আটক করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। আবারও বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মো. আ. রহিম রেজা/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর