নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২০:৫৭
-686a8ee80f1f0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নান্দাইলে বজ্রপাতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) বিকালে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মোস্তফা আকন্দ (৪৮) ও তার পুত্র আব্দুল্লাহ তাইফ (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে তারা বাড়ির পাশে আমন ধানের বীজতলা তৈরি করতে যান। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের কবলে পড়ে বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. রতন মিয়া এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নান্দাইল, ময়মনসিংহ থেকে সারোয়ার জাহান রাজিব।
সারোয়ার জাহান রাজিব/এআরএস