Logo

সারাদেশ

দেশজুড়ে আশুরা পালন, কারবালার শিক্ষা ও আত্মত্যাগের বার্তা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২১:২১

দেশজুড়ে আশুরা পালন, কারবালার শিক্ষা ও আত্মত্যাগের বার্তা

ছবি : বাংলাদেশের খবর

নবীপ্রেম, ত্যাগ ও সত্যের পথে দৃঢ় অবস্থান—এই বার্তা নিয়ে দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা ও শাহাদাতে কারবালা দিবস।

১০ মহররম, হিজরি ৬১ সালের এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও সঙ্গীরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেন। তাদের এই আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য সত্য ও ন্যায়ের চিরন্তন অনুপ্রেরণা।

রোববার (৬ জুলাই) সারাদেশে শোক, দোয়া, আলোচনা, মিছিল অনুষ্ঠিত হয়েছে। কোথাও আলোচনা সভা ও শোকর‌্যালি, কোথাও তাজিয়া মিছিল আর কোথাও ধর্মীয় সমাবেশে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ফেনী, মৌলভীবাজার, নীলফামারী, ময়মনসিংহ ও চট্টগ্রামে ছিল পৃথক আয়োজন। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

ফেনী : মিথ্যা, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে সত্য ও মানবতার পথে শহীদ ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের স্মরণে ফেনীতে পালিত হয়েছে কারবালা দিবস। শহরের ট্রাংক রোড শহীদ মিনার চত্বরে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলুশন, বাংলাদেশ-এর ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা গোলাম সরওয়ার। বক্তারা কারবালার শহীদদের আত্মত্যাগের মাধ্যমে ইসলামের মূলধারা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিয়াপন্থী বিকৃতি এবং মোয়াবিয়া-এজিদ চক্রের মিথ্যাচারের বিরুদ্ধে মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানান। শেষে এক শোক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মৌলভীবাজার : পবিত্র আশুরা উপলক্ষে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মিলাদ মাহফিল। সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা বশির আহমদ। বক্তারা কারবালার শিক্ষা ও আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে বলেন, আশুরার ইতিহাস মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকার শিক্ষা দেয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে এবারও উর্দুভাষী মুসলিম জনগোষ্ঠী কারবালার স্মরণে আয়োজন করে তাজিয়া মিছিল, মাতম ও মর্শিয়া গীতির অনুষ্ঠান। শহরের ৪৪টি ইমামবাড়ায় ৭ মুহাররম থেকে প্রস্তুতি শুরু হয়, যার চূড়ান্ত আয়োজন হয় ১০ মুহাররমে। দুপুরে শহরের হাতিখানা কবরস্থানে অনুষ্ঠিত হয় প্রতীকী কারবালা প্রান্তরের জনসমাবেশ। দেশজুড়ে আশুরা উপলক্ষে সৈয়দপুরে সমবেত হন বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা। আয়োজকরা জানান, তাজিয়া মিছিল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সোমবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

ময়মনসিংহ (নান্দাইল) : নান্দাইল পৌর এলাকার কাকচর জারী বাড়ি থেকে রবিবার বিকালে একটি তাজিয়া মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় কাকচরে প্রতীকী কারবালা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন খাদেম মো. নয়ন। কারবালার শোক স্মরণে পালকিতে বিবি ফাতেমা (রা.)-এর প্রতীক, তীরবিদ্ধ দুলদুল ঘোড়া ও মর্শিয়াগান ছিল উল্লেখযোগ্য। অংশগ্রহণকারীরা কালো কাপড় পরে বুক চাপড়ে শোক প্রকাশ করেন এবং "হায় হোসাইন" ধ্বনি দেন। পুরো কর্মসূচি ছিল শোক, শিক্ষা ও আত্মত্যাগের বার্তায় সমৃদ্ধ।

চট্টগ্রাম (পটিয়া) : পবিত্র আশুরা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে পটিয়ায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সালাতু সালাম সমাবেশ। বিকেলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি খোরশেদুল আলম মোরশেদ। প্রধান অতিথি ছিলেন আল্লামা আবু তালেব সারতাজ। বক্তারা বলেন, কারবালার আত্মত্যাগ শুধু ইতিহাস নয়, এটি একটি চিরন্তন আদর্শ। ইসলামের সত্য, মানবতা ও ইনসানিয়াতের ধারা রক্ষায় এই আত্মদানের বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বক্তারা শিয়া ও খারেজি বিকৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে মুসলমানদের আহ্বান জানান।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর