Logo

সারাদেশ

মির্জাপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:৩৭

মির্জাপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৬ জুলাই) উপজেলার আনাইতারা ইউনিয়নের শুকতা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম ময়নাল (২৬)। তিনি ওই গ্রামের মাঈন উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আহতের মা মালেকা বেগম জানান, প্রতিবেশী নুরু মিয়ার পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রোববার সকালে নুরু মিয়ার ছেলে জুয়েল তাদের সীমানার কাছাকাছি গাছ রোপণ করতে গেলে মাঈন উদ্দিন গাছটি একহাত দূরে সরিয়ে লাগাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল প্রথমে মাঈন উদ্দিনকে গালিগালাজ করে। পরে তার নেতৃত্বে নারীসহ পাঁচজন মিলে মাঈন উদ্দিনকে মারধর করে।

বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে ময়নালকে দেশীয় ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে জুয়েল। এ সময় তারা মালেকা বেগম, তার স্বামী ও পুত্রবধূকেও মারধর করে। পরে স্থানীয়রা এসে আহত ময়নালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, আহত ময়নালের মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রয়োজন হতে পারে।

এ ঘটনায় রোববার রাতেই মালেকা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামিরা হলেন- জুয়েল, নুরু, হালিম, ফারুক ও মুক্তা।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাব্বি ইসলাম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর