Logo

সারাদেশ

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১২:৩৪

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই

গাজীপুর মহানগরীতে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে প্রায় ৫ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোমবার (৭ জুলাই) ভোরে মহানগরীর কোনাবাড়ী কাঁচাবাজারের কলা পট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনসহ ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, ভোরে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

কাজী মো. আব্দুল মান্নান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর