Logo

সারাদেশ

বৈরী আবহাওয়া

ভোলার ৩০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৫:১৯

ভোলার ৩০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে টানা ৫ দিন ধরে ভোলার প্রায় ৩০টি নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও সিট্রাক চলাচল বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে জেলার সাগরমোহনা ও মেঘনা নদী উত্তাল থাকায় এসব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। সোমবার (৭ জুলাই) দুপুর পর্যন্ত ওইসব নৌপথে লঞ্চ চলাচলের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। 

ভোলা আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে সন্দ্বীপ চ্যানেলে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল আপাতত নিষিদ্ধ। বিআইডব্লিউটিএর ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাত্রীবাহী লঞ্চ ও সিট্রাক চলাচল বন্ধ থাকবে।

নৌনিরাপত্তা বিভাগের পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, প্রতিবছর ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশা-লক্ষ্মীপুর নৌপথে মেঘনা নদী সাগরমুখী হয়ে ওঠে। তাই এ সময়টিতে এসব নৌপথে বিশেষ সতর্কতা জারি থাকে। ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, বরিশাল-মেহেন্দিগঞ্জ-ইলিশা, দৌলতখান-আলেকজান্ডার, মনপুরা-চরফ্যাশন, বেতুয়া-ঢাকা, মনপুরার হাজিরহাট-চেয়ারম্যান ঘাটসহ অন্তত ৩০টি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। 

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, এসব নৌপথে প্রতিবছর ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত লাইসেন্সধারী স্পিডবোট চলাচল নিষিদ্ধ থাকে। ছোট ট্রলার সারা বছরই নিষিদ্ধ। কিন্তু এসব নিয়ম উপেক্ষা করে অনেক জায়গায় এখনো ট্রলার ও স্পিডবোট চলাচল করছে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর