Logo

সারাদেশ

নওগাঁ সীমান্তে গুলি করে হত্যা, ৩ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৫:৫৭

নওগাঁ সীমান্তে গুলি করে হত্যা, ৩ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার তিন দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে।

শনিবার (৫ জুলাই) রাত ৯টায় পোরশার নিতপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার (২ জুলাই) দিবাগত রাতে ইব্রাহিম মহিষ আনার জন্য ভারতের আগ্রাবাদ এলাকায় প্রবেশ করেন। ফেরার সময় আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

প্রথমে বিএসএফ গুলি করে হত্যার বিষয়টি অস্বীকার করলেও বিজিবির চাপ ও চিঠিপত্রের পর তারা হত্যার কথা স্বীকার করে। এরপর মরদেহ ফেরত দেওয়া হয়।

সাপাহার থানার ওসি আব্দুল আজিজ জানান, নিহতের ময়নাতদন্ত ভারতের অভ্যন্তরে সম্পন্ন হয়েছে। পরে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ বিজিবি নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর