-686b9b34d3c19.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ডাকাতি, চুরি ও মাদকসহ ১৬ মামলার পলাতক আসামি মো. নূর হোসেন সাদ্দাম ওরফে রিয়াদ (২৬) কে চট্টগ্রামের ডাবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তার নূর হোসেন ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের নূর মোহাম্মদ ওরফে নূর আহমদের ছেলে।
র্যাব জানায়, তার বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী, হালিশহর, ডাবলমুরিং ছাড়াও ফেনী সদর, ফুলগাজী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ১৬টি মামলা রয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতকে আইনগত ব্যবস্থা নিতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এআরএস