Logo

সারাদেশ

তেসরা আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার দেবে এনসিপি : নাহিদ ইসলাম

Icon

মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৭:১২

তেসরা আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার দেবে এনসিপি : নাহিদ ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তেসরা আগস্ট শহীদ মিনারে আমরা জাতীয় ইশতেহার ঘোষণা করব। সেখানে থাকবে একটি নতুন বাংলাদেশ গঠনের স্পষ্ট রূপরেখা—অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির প্রতিশ্রুতি। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়েই আমরা এগোচ্ছি।’

সোমবার (৭ জুলাই) নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘বর্তমান রাজনীতি যারা চর্চা করছেন, তাদের মধ্যে ফ্যাসিবাদ থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা নেই। কিন্তু বাংলাদেশের তরুণেরা আজ দেশ গঠনের স্বপ্নে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ৬৪টি জেলায় যাচ্ছি—মানুষের কথা শুনছি, তাদের জানাচ্ছি আমাদের স্বপ্নের কথা।’

এর আগে সকালে সদর উপজেলার ঢালান তোকিয়া বাজার থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

পথসভায় আরও বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য ডা. তাসনিম জারা এবং নাটোর জেলা প্রধান সমন্বয়কারী প্রফেসর এস এম জার্জিস কাদির।

নেতারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি ঘটনার নাম নয়, এটি একটি পথচলার সূচনা। তেসরা আগস্ট সেই পথচলার দর্শনকে রূপ দেয়ার দিন। আমরা রাজনীতির কেন্দ্রে সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর