নোয়াখালীতে ডায়ালাইসিস ইউনিট বন্ধের পাঁয়তারা, রোগীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৭:১৮
-686bacecdfdf6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রোগী ও তাদের স্বজনরা।
সোমবার (৭ জুলাই) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে তারা সিভিল সার্জন অফিস ও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৮ সালে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে আনীত যন্ত্রপাতি ও ল্যাব সুবিধাসহ চালু হওয়া এই ডায়ালাইসিস ইউনিটে নোয়াখালী ছাড়াও লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা অঞ্চল থেকে হাজারো রোগী সাশ্রয়ী মূল্যে চিকিৎসা নিচ্ছেন। প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে গেলে লাখ টাকা খরচ হয়, যা দরিদ্র রোগীদের জন্য অসম্ভব।
তারা আরও অভিযোগ করেন, ইউনিটে কর্মরত চিকিৎসক ডা. শাহিদুল ইসলাম সাকিব রোগী ও স্বজনদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং তাদের প্রাইভেট হাসপাতালে যাওয়ার জন্য চাপ দেন। এমনকি কিছু রোগীর মৃত্যু কামনাও করেন বলে দাবি করেন তারা। তার বদলির আদেশ হলেও তিনি ইউনিটটি বন্ধের নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘দুদকের সাম্প্রতিক অভিযানের পর ইউনিটের চিকিৎসক ও কর্মীরা নিজেদের সম্মানহানির অভিযোগ করেন। আমরা আপাতত ইউনিটটি বন্ধ করছি না, তবে সরকারিভাবে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম না পেলে এটি চালু রাখা কঠিন হবে।’
দ্বীপ আজাদ/এআরএস