রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে যুবদল কর্মীসহ গ্রেপ্তার ৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৭:২৪
-686bae7d5e63b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবদল কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার ( ৭ জুলাই) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আকরাম, আইয়ুব আলী, ইউনুস আলী, ইসহাক, রুবেল, কামাল ও রাজু খন্দকার।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই নিজেকে যুবদলের কর্মী বলে দাবি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এআরএস