Logo

সারাদেশ

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে যুবদল কর্মীসহ গ্রেপ্তার ৭

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৭:২৪

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে যুবদল কর্মীসহ গ্রেপ্তার ৭

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবদল কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার ( ৭ জুলাই) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আকরাম, আইয়ুব আলী, ইউনুস আলী, ইসহাক, রুবেল, কামাল ও রাজু খন্দকার।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই নিজেকে যুবদলের কর্মী বলে দাবি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর