দীর্ঘদিনের ভোগান্তির অবসান, কুমেক সড়কে হচ্ছে দুই লেন

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:২২
-686bbc0e1e7b0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রোগী ও যাত্রীদের বহুল প্রত্যাশিত কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল সড়ক অবশেষে উন্নয়নের মুখ দেখেছে।
দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই সড়কটি ছিল দুর্ঘটনা ও যানজটের আরেক নাম। তবে এবার সড়কটি দুই লেনে উন্নীত করা হচ্ছে ডিভাইডার ও ড্রেনসহ।
সিটি করপোরেশনের বাস্তবায়নে টমছমব্রিজ থেকে হাউজিং এস্টেট ২ নম্বর সেকশন রাস্তার মাথা পর্যন্ত এক কিলোমিটার সড়কের উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি টাকা। প্রকল্পে ১৭ মিটার প্রশস্ত সড়কের সঙ্গে ডিভাইডার ও ড্রেন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন কুমিল্লাসহ পার্শ্ববর্তী ছয় জেলার অন্তত ৫০ হাজার মানুষ চলাচল করেন। সরু ও নাজুক এই সড়কটির কারণে প্রতিদিনই রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী যানবাহন দুর্ঘটনায় পড়ত।
সরেজমিনে দেখা যায়, সেনাবাহিনী ক্যাম্পসংলগ্ন অংশে দিনরাত কাজ চলছে। ভেকু দিয়ে মাটি ফেলা ও সমান করার কাজ করছেন শ্রমিকরা।
চালক ও যাত্রীদের মতে, কাজ শেষ হলে কুমেক, বারপাড়া, হাউজিং এস্টেট ও বালুতুপাসহ পুরো এলাকার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে আসবে।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া জানান, ‘১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সড়কে ডিভাইডার ও ড্রেন থাকবে। দ্রুততম সময়ে কাজ শেষ করার চেষ্টা চলছে। কাজ শেষ হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।’
এআরএস