মিরসরাইয়ে সড়কে ঝরল শিশুকন্যার প্রাণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:২৮
-686bbd5f63300.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়েছে দ্রুতগতির একটি লরি। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে ছিটকে পড়ে মারা যায় আলিফা (৫) নামে এক শিশুকন্যা।
সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই পৌর সদরের কলেজ রোড মুখে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি এলাকার মো. জহির উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম জানান, সিএনজিটি কলেজ রোডের মুখে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় একটি লরি ব্রেকফেইল করে সিএনজির পেছনে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। শিশুটি গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ রুম্মান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, নিহত শিশুর মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত লরি ও সিএনজি থানা হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাফায়েত মেহেদী/এআরএস