Logo

সারাদেশ

ঝিনাইদহ এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:৩৭

ঝিনাইদহ এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহে উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও আরও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় বাকি ৭ জনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাবুব আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ীর আমজাদ হোসেন, লিয়াকত হোসেন, আক্কাস আলী ও ফরিদপুরের আলম শেখ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন ফরিদপুরের শাহীন, সাগর, নুরু খা ও যশোরের মনির হোসেন। তাদের মধ্যে আমজাদ হোসেন ছাড়া সবাই পলাতক।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ আগস্ট রাতে এসআই মিরাজুল ইসলাম মোটরসাইকেলে কর্মস্থলে ফেরার পথে নিখোঁজ হন। পরদিন সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পাশে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর মোক্তার হোসেন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর