কুয়াকাটা পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:৪৫
-686bc1856fabd.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫১ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে পৌরসভা হলরুমে টিএলসিসি সভার মধ্য দিয়ে এ বাজেট পেশ ও অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। এতে পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ৩৮ কোটি ১০ লাখ টাকা, মূলধন খাতে আয় ২০ লাখ ৪০ হাজার টাকা এবং প্রারম্ভিক জের ১০ কোটি ৩২ লাখ ৯১ হাজার ১৬০ টাকা। মোট আয় দাঁড়ায় ৫১ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৬০ টাকা।
অপরদিকে রাজস্ব খাতে ব্যয় ২ কোটি ৫৩ লাখ ২০ হাজার, উন্নয়ন খাতে ব্যয় ৩৯ কোটি ৭৫ লাখ ৫০ হাজার এবং মূলধন খাতে ব্যয় ২৫ লাখ ২০ হাজার টাকা ধরা হয়েছে। এভাবে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা। ফলে বাজেট শেষে সম্ভাব্য স্থিতি থাকবে ৮ কোটি ৬১ লাখ ১৬ হাজার ১৬০ টাকা।
সভায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা উপস্থাপন করা হয় এবং প্রশাসক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক আহাদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, প্রকৌশলী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সচিব হুমায়ুন কবীর।
জাকারিয়া জাহিদ/এআরএস