Logo

সারাদেশ

বৃষ্টি উপেক্ষা করে পাবনার শহীদ চত্বরে আসছেন ছাত্র-জনতা

Icon

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৯:০৮

বৃষ্টি উপেক্ষা করে পাবনার শহীদ চত্বরে আসছেন ছাত্র-জনতা

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রাত ৮টায় পাবনার শহীদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। যদিও সমাবেশটি বিকেল ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সমাবেশ উপলক্ষে শহীদ চত্বরে ছাত্র-জনতা বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে শুরু করেছেন। কপালে জাতীয় পতাকা নিয়ে তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তারা রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের পরিবর্তন চায়। এছাড়া জুলাই বিপ্লবের সময় নিহত ছাত্রদের হত্যার সুষ্ঠ তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছে ছাত্র-জনতা।

জানা যায়, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, তাসনিম জারা, সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকারসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। বৃষ্টির কারণে সমাবেশটি কিছুটা দেরিতে শুরু হতে পারে বলে জানিয়েছে ছাত্র-জনতা।

শফিক আল কামাল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সমাবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর