বরিশালে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩০

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:৩৪

গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান সোমবার (৭ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বাবুগঞ্জের আব্দুস ছালামের মেয়ে ছনিয়া (২৮) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে মো. সাইফুল (৩৫)। বর্তমানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তর জানায়, এ বছর বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫৫৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, বর্তমানে ৪৪৬ জন চিকিৎসাধীন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৩ জন। বরগুনা জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। চিকিৎসা সক্ষমতা সীমিত হওয়ায় প্রতিরোধে জোর দিতে হবে। ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
এআরএস