বান্দরবান জেলা যুবদল সম্পাদকের বিরুদ্ধে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:৪৮
-686bde43c6a28.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে টোল টেক্স আদায়ের নামে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীর বিরুদ্ধে।
সোমবার (৭ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে বাঘমারা এলাকার বাসিন্দারা এ বিষয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাজার ইজারার নামে আরিফ চৌধুরী ও তার সহযোগীরা বাজারে বিক্রির জন্য আনা মালামালের বাইরেও রাস্তায় চলাচলকারী প্রতিটি যানবাহন থেকে জোর করে চাঁদা আদায় করছে। এমনকি ছোট পরিবহন থেকেও অতিরিক্ত হারে টোল আদায় করা হচ্ছে।
তারা বলেন, আগে বাজারে মালামাল আনতে কোনো টোল দিতে হতো না। এখন ‘টোল টেক্স’ আদায়ের নামে দলীয় লোকজন দিয়ে জোরপূর্বক টাকা তোলা হচ্ছে, যা আইনবিরোধী ও অনৈতিক।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলেন, এই চাঁদাবাজি বন্ধ না হলে সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।
পরে তারা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাইয়ের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এআরএস