তালাকনামা পেয়ে অভিমানে আত্মহত্যা করলেন স্বামী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:৫১
-686bdf040ba6e.jpg)
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর পাঠানো তালাকনামা পাওয়ার পর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত শামীম হোসেন (৩৪) ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি একই ইউনিয়নের উপর সিলট গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতি খাতুনকে বিয়ে করেছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে।
পারিবারিক বিষয়ে মতবিরোধের জেরে জান্নাতি কিছুদিন আগে বাবার বাড়ি চলে যান এবং পরে স্বামীকে তালাকনামা পাঠান।
তালাকপত্র হাতে পাওয়ার পরই শামীম হোসেন অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এআরএস