রূপগঞ্জে সমকামিতার সম্পর্ক থেকে পরিকল্পিত হত্যা, ব্যাংক কর্মকর্তা-চিকিৎসক গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:৫৫
-686bdfee0fa5f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান পারভেজ হাসান (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, সমকামিতার সম্পর্কজনিত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
রোববার (৬ জুলাই) রাতে রূপগঞ্জের তারাবো এবং কুমিল্লায় পৃথক অভিযানে এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার মুরাদনগরের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কোষাধ্যক্ষ মেহেদী হাসান ইমন এবং ইউএস বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আরমান হোসেন।
তদন্তে জানা যায়, পারভেজ হাসানের সঙ্গে মেহেদী হাসান ইমনের সমকামী সম্পর্ক ছিল। একই সময়ে আরমান হোসেনের সঙ্গেও তার ঘনিষ্ঠতা তৈরি হয়, যা থেকে পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং হত্যার পরিকল্পনা হয়।
২ জুলাই রাতে রূপগঞ্জের আমলাবো এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদে পারভেজকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে যান ইমন। পরে এক কিশোর তাকে রক্তাক্ত অবস্থায় ছাদে পড়ে থাকতে দেখে। পারভেজকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
নিহত পারভেজ পাবনার সুপচর এলাকার বাসিন্দা। তিনি আমলাবো এলাকার ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ।
এআরএস