গাজীপুরে কঙ্কাল চুরির হিড়িক, কবর পাহারা দিচ্ছে মানুষ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:৫৯
-686be0b6c9824.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ছয়টি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে।
সর্বশেষ রোববার (৬ জুলাই) গভীর রাতে শ্রীপুরের ভাংনাহাটি এলাকার হাবিজ উদ্দিন মণ্ডলের পারিবারিক কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরি হয়।
স্থানীয়রা জানান, সংঘবদ্ধ একটি চোরচক্র রাতে কবরস্থানে ঢুকে রফিক মণ্ডল ও মিনার কবর খুঁড়ে কঙ্কাল তুলে নিয়ে যায়। সোমবার সকালে এলাকাবাসী কবরস্থানে ভিড় করেন।
এর দুই দিন আগে, শুক্রবার (৪ জুলাই) গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া ঢংপাড়া ও দক্ষিণ পাড়ার দুটি পারিবারিক কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরি হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা রাত জেগে কবর পাহারা দিচ্ছেন। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কবর চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস