শৈলকুপায় সাবেক গণবাহিনী নেতার বাড়ি থেকে অস্ত্রসহ ছেলে গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:০২
-686be16cdb57b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের শৈলকুপায় জাসদ গণবাহিনীর সাবেক নেতা জিয়ারত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য পলাশ মিয়াকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সোমবার (৭ জুলাই) ভোরে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্ত্তিনগর গ্রামে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে চালানো অভিযানে পলাশ মিয়ার ঘর থেকে একটি একনলা রাইফেল, একটি বৈদ্যুতিক শক মেশিন ও একটি রামদা উদ্ধার করা হয়। পরে তাকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, পলাশ মিয়ার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও ভাংচুরের চারটি মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পলাশ মিয়া তার মামা ও আত্মীয়দের নিয়ে এলাকায় একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র গড়ে তুলেছেন। রাতে হাটবাজার এলাকায় ভীতি ছড়ায় তারা।
পলাশের বাবা জিয়ারত আলী এক সময় জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পরও তার পরিবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ।
শৈলকুপা থানার এসআই হুমায়ুন কবীর বলেন, ‘পলাশ থানায় হেফাজতে আছেন তিনি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে।’
এআরএস