নারীর সঙ্গে সিসিটিভি ফুটেজ ভাইরাল, ঝিনাইদহের ওসি সাইফুল প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:০৭
-686be2cc3c734.jpg)
ছবি : সংগৃহীত
যশোরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসে ‘স্ত্রী’ পরিচয়ে এক নারীর সঙ্গে অবস্থান করার ঘটনায় ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।
গত ৩০ জুন সন্ধ্যায় যশোর শহরের পাউবো রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে ওঠেন ওসি সাইফুল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি এক নারীকে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর জেলা ছাত্রদলের কয়েক নেতা রেস্ট হাউসে গিয়ে কক্ষে ধাক্কাধাক্কি করে তাকে বের করে ফের ভেতরে নিয়ে যান। ওই সময় ধস্তাধস্তি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে শুরু হয় ব্যাপক আলোচনা।
রেস্ট হাউস কর্তৃপক্ষ জানায়, ওই কক্ষ বরাদ্দ দেওয়া হয় ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের সুপারিশে।
পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন, ঘটনার পরপরই ওসি সাইফুলকে প্রত্যাহার করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি সাইফুল দাবি করেন, ‘কোনো অনৈতিক কিছু ঘটেনি। একজন পরিচিত নারী বন্ধুর সঙ্গে রেস্ট হাউসে ছিলাম। ছাত্রদল নেতারা হঠাৎ এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।’
এআরএস