ভোলায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:১১
-686be3bfd35a1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁর অনুসারীরা।
সোমবার সকালে চাচড়া ইউনিয়ন পরিষদ মাঠে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা বলেন, ইব্রাহিম হাওলাদার একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার বিরুদ্ধে 'মিথ্যা অভিযোগে' বহিষ্কারের সিদ্ধান্ত ত্যাগীদের প্রতি অবিচার। তারা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান, না হলে ধারাবাহিক কর্মসূচির হুঁশিয়ারি দেন।
বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির আমির হোসেন, যুবদলের গিয়াস উদ্দিন, নুরুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নোমান, ছাত্রদলের সবুজ তালুকদার এবং মহিলা দলের নেত্রী বিবি রহিমা ও ঝর্ণা বেগম।
৪ জুলাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইব্রাহিম হাওলাদারকে 'অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের' অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ভিজিএফের স্লিপ নিয়ে এক মহিলা দল নেত্রীর সঙ্গে সংঘাতের জেরে ইউনিয়ন পরিষদের কক্ষে তালা লাগানো ও পরে ইব্রাহিম হাওলাদারের সমর্থকদের মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় বিএনপি।
এআরএস