Logo

সারাদেশ

হাজীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ-খাবার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:১৬

হাজীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ-খাবার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং মেয়াদ ছাড়া খাবার তৈরি ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে বাকিলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় হক ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের জন্য ৫০ হাজার টাকা এবং নিউ চিটাগং বেকারিকে মেয়াদ ছাড়া খাবার তৈরি ও বিক্রির কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ ও নকল-ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও অভিযানে সহায়তা প্রদান করেছে।

অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর