মুন্সীগঞ্জে পুলিশের বহরে যুক্ত হলো নতুন গাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:২২
-686be64bc97f5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জ জেলা পুলিশের বহরে যুক্ত হলো নতুন একটি হাইস গাড়ি। রোববার (৭ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪০ লাখ টাকা মূল্যের সাদা রঙের গাড়িটি হস্তান্তর করা হয়।
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিকের হাতে গাড়িটির চাবি তুলে দেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূর মোহাম্মদ।
ডিআইজি রেজাউল করিম মল্লিক শহীদদের স্মরণ করে বলেন, ‘তাদের আত্মত্যাগের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে আস্থা ও স্থিতিশীলতা ফিরে এসেছে।’
অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ট্রাস্টের পরিচালক হাজ্বী মাহবুবুল হক আফানুর, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নতুন হাইস গাড়ি পুলিশের কার্যক্রমে গতিশীলতা ও সেবার মান উন্নত করবে বলে আশা প্রকাশ করা হয়।
এআরএস