কারিগরি শিক্ষাই দেশের ভবিষ্যত : শিক্ষা উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:২৬
-686be7435d515.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়ার সামনের সারিতে দাঁড়াবেন কারিগরি শিক্ষার্থীরা। কারণ এখন হাতে কলমে কাজ করার সময় এসেছে। প্রযুক্তি শিখতে হবে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে। রাষ্ট্র চায় তারা কারিগরি দক্ষতা অর্জন করুক।
সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও ভোকেশনার স্কুল এন্ড বি.এম কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের মাঝে কারিগরি শিক্ষায় অনীহা রয়েছে। চাকরির সুযোগ সীমিত হলেও কারিগরি শিক্ষার সুযোগ দেশের পাশাপাশি বিদেশেও বাড়ছে। অভিভাবকদের বুঝতে হবে, তাদের সন্তানের ভবিষ্যত এই শিক্ষায় নিহিত।
ড. রফিকুল আবরার বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদার সঙ্গে মানিয়ে কারিগরি শিক্ষা চালু করতে হবে। সরকারকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে।
তিনি জুলাই মাসের ছাত্র-শিক্ষক, শ্রমিক ও অভিভাবকসহ জাতীয় আন্দোলনের কথা স্মরণ করে বলেন, এই ছাত্ররা আমাদের মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। প্রতি প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে প্রোগ্রাম করার আহ্বান জানান। আহতদের সহায়তা এবং পঙ্গুদের পরিবারের পাশে থাকারও নির্দেশ দেন তিনি।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মো. জামাল উদ্দিন মিঞা উপস্থিত ছিলেন।
এআরএস