-686be88bec9e8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা, মুরাদনগর, বরিশাল, ভোলা ও সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন ও সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার ধর্ষণ ও সহিংসতায় জড়িয়ে পড়ছে। সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে।
এআরএস