Logo

সারাদেশ

পার্বত্য উপদেষ্টার অপসারণসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:৩৬

পার্বত্য উপদেষ্টার অপসারণসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে সচেতন ত্রিপুরা ও মারমা সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রুমেল মারমা লিখিত বক্তব্যে বলেন, ‘বৈষম্যহীন, প্রতিনিধিত্বমূলক একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে আমরা এগিয়েছিলাম। কিন্তু বর্তমানে পার্বত্য মন্ত্রণালয় একচেটিয়া কর্তৃত্বের প্রতীক হয়ে উঠেছে। ত্রিপুরা-মারমা জাতিগোষ্ঠীর কোনো ন্যায্য অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয়নি।’

তিনি অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলের বরাদ্দ, প্রকল্প, প্রশাসনিক নিয়োগ—সবখানেই একটি গোষ্ঠীর আধিপত্য বিস্তার পেয়েছে, যা পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়—১. পার্বত্য উপদেষ্টাকে অপসারণ করতে হবে; ২. পার্বত্য তিন জেলায় প্রকল্প ও বরাদ্দ বণ্টনে সংবেদনশীলতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে; ৩. আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ ও টাস্কফোর্সের নেতৃত্বে ত্রিপুরা-মারমা সম্প্রদায়ের প্রতিনিধিদের অগ্রাধিকার দিতে হবে; এবং ৪. উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাত দিনের মধ্যে এসব দাবি না মানলে তারা রাজপথে নামবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্বারী সূর্য কিরণ ত্রিপুরা, প্রশান্ত ত্রিপুরা, ম্রাচাই মারমা, উক্রাচিং মারমা, চিংলামং মারমা, মিনুচিং মারমা, সীমা ত্রিপুরা, তনয় ত্রিপুরা প্রমুখ।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর