Logo

সারাদেশ

খুলনায় বৃক্ষমেলার উদ্বোধন, টেকসই পরিবেশের তাগিদ

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:৪০

খুলনায় বৃক্ষমেলার উদ্বোধন, টেকসই পরিবেশের তাগিদ

ছবি : বাংলাদেশের খবর

সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

রোববার (৬ জুলাই) বিকালে সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ড সংলগ্ন এলাকায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সবুজ বিপ্লব ছাড়া টেকসই বাংলাদেশ গড়া সম্ভব নয়। সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।’

তিনি সরকারি ভূমিতে বনায়নের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বন সংরক্ষক ইমরান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, নার্সারি মালিক সমিতির সভাপতি বদরুল আলম রয়েল এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।

তিন সপ্তাহব্যাপী আয়োজিত এই মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির মোট ৬১টি স্টল অংশ নিয়েছে।

তরিকুল ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর