-686beb11425dc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনী ও চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে ও দুপুরে ছাগলনাইয়া, ফুলগাজী ও জোরারগঞ্জ সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, হেয়ার অয়েল ও বিভিন্ন ধরনের ওষুধ। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।’
এআরএস