Logo

সারাদেশ

দুর্নীতি-ঘুষ-স্বজনপ্রীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যক্রমে স্থগিতাদেশ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:৪৭

দুর্নীতি-ঘুষ-স্বজনপ্রীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যক্রমে স্থগিতাদেশ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ছবি : সংগৃহীত

দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঘুষ বাণিজ্যের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত পত্রে এ নির্দেশ দেওয়া হয়।

পরিষদের ১৪ জন নির্বাচিত সদস্য স্বাক্ষরিত অভিযোগপত্রে জিরুনার বিরুদ্ধে শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের কাছ থেকে ঘুষ গ্রহণ, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রটি শনিবার পার্বত্য উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর মাত্র দুই দিনেই এই ব্যবস্থা নেয় মন্ত্রণালয়।

পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল লতিফ ও নিটুল মণি চাকমা জানান, অভিযোগপত্রে শিক্ষাখাতেও সরাসরি ঘুষ লেনদেনের উদাহরণ তুলে ধরা হয়। এক প্রধান শিক্ষকের বদলির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্য একজনকে নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা পরিষদের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে নির্দেশনায় বলা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর