Logo

সারাদেশ

গাজীপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:২১

গাজীপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় শিল্পী (৩২) নামে এক নারী পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম এলাকার আব্দুল জলিলের মেয়ে। তিনি স্বামী আবদুল কাদিরের সঙ্গে এমসি বাজার মতিনের বাড়িতে থেকে স্থানীয় ডেকো কারখানার সুইং সেকশনে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিল্পী ভোরে বাসা থেকে বের হয়ে মহাসড়কের পাশে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি বেপরোয়া পিকআপ ভ্যান পেছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর চালক ও সহকারী পিকআপটি ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতের স্বামী আবদুল কাদির বলেন, কারখানা থেকে তাকে সকাল সাড়ে ৫টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছিল। তাই সে ভোর পৌনে ৫টার দিকে রওনা হয়। কিছুক্ষণ পর খবর পাই, শিল্পী সড়কে দুর্ঘটনায় মারা গেছে। দৌড়ে গিয়ে দেখি, সে পিকআপের নিচে পড়ে আছে, মাথায় গুরুতর আঘাত লেগেছে।

ডেকো কারখানার অ্যাডমিন অফিসার ফরিদ জানান, আজ আমাদের কয়েকটি সেকশন আগে চালু হওয়ার কথা ছিল। নিহত শিল্পী সুইং সেকশনের কর্মী ছিলেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং পিকআপটি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

  • আতাউর রহমান সোহেল/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর